বড়লেখায় নিজ বসতঘরে মাদকসেবীর আগুন!
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় নিজ বসতঘরে অআগুন লাগিয়েছেন তাহের আহমদ রুবেল নামক এক মাদকসেবী যুবক। বুধবার (০১ জুন) বিকেলে উপজেলার দক্ষিণভাগ ইউপি’র গাংকুল গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মছম আলীর ছেলে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে এর আগেই বসতঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এলাকাবাসী সূত্র জানায়, তাহের আহমদ রুবেল প্রায়ই মাদক সেবন করে পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করেন। বুধবার বিকেলে হঠাৎ তিনি তার নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেন। স্থানীয়রা আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বসতঘরের প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বড়লেখা ফায়ার স্টেশনের সাব-অফিসার জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বসতঘরের মালিক যুবক নিজেই আগুন লাগিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম সমুন জানান, তাহের আহমদ রুবেল নেশাগ্রস্ত। তার আচরণে ভাইয়েরা অতিষ্ঠ হয়ে অনেকটা সম্পর্কহীন। তার যন্ত্রণায় স্ত্রীও দীর্ঘদিন থেকে বাবার বাড়িতে রয়েছেন। বুধবার বিকেলে হঠাৎ তিনি তার নিজ ঘরে আগুন লাগিয়ে দেন। এ ব্যাপারে তার ভাইয়েরা থানায় অভিযোগ করেছেন।