সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এনাম, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হাফিজুর
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাই কার্যক্রম সোমবার (৩০ মে) অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন। মাদ্রাসা ক্যাটাগরিতে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখার চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. হাফিজুর রহমান।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম দুই শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন কার্যক্রমে অংশগ্রহণ করছেন।