বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কর্তন, ট্রাক জব্দ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার (৩০ মে) বিকেলে উপজেলা প্রশাসনের অভিযানকালে টিলা কর্তন বাহিনীর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এ ব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের এসআই আতাউর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ প্রমুখ।
সূত্র জানায়, উপজেলার দক্ষিণভাগ ইউপির সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কর্তনকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এ সময় ট্রাকমালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, টিলা কাটার অপরাধে ট্রাকমালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ ট্রাকটিও নিলামে বিক্রির প্রক্রিয়া নেয়া হচ্ছে।