বড়লেখার বর্ণিতে বিট পুলিশিং সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের উপস্থাপনায় আইন-শৃঙ্ক্ষলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন বায়েছ, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আযম, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা হাজী আব্দুস শুকুর, সমাজসেবক সাইবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন এসআই জাহাঙ্গীর কবির, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপদেষ্টা সুনাম উদ্দিন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আলা উদ্দিন, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী ময়না মিয়া, আমেরিকা প্রবাসী হাজী আবুল কালাম পংকি, সাবেক ইউপি সদস্য ফারুক উদ্দিন, ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এনাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বুদুর, সদস্য কৌশিক চন্দ্র দাস, ইউপি সদস্য জয়নাল আবেদীন, মাসুক উদ্দিন মিসুক, নুনু মিয়া, আবুল হোসেন, ছইদ আলী, আব্দুল আলীম, মহিলা ইউপি সদস্য মিনা বেগম, ছুফেরা বেগম, যুবনেতা আবুল কালাম প্রমুখ।