বড়লেখা পৌর এলাকা থেকে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ মে) সন্ধ্যায় পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া বারইগ্রাম রেলওয়ে কলোনিতে অভিযান চালান। এ সময় পুলিশ সদস্যরা ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেন।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।