জাতীয় শিক্ষা সপ্তাহে পাঁচ ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ বড়লেখা
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় শিক্ষা সপ্তাহে মৌলভীবাজার জেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে বড়লেখা উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বুধবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চুড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা বাছাই কমিটি ক্যাটাগরিভিত্তিক জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছে বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনকে। এছাড়া কলেজ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ। মাদ্রাসা ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা ও জেলার শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হামিদা আক্তার।