বড়লেখায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘেঁষে ভবন নির্মাণ : রাজমিস্ত্রীর মৃত্যু, আহত ২
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে অফিক আহমদ (২৪) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন সুনাম উদ্দিন (৩৬) ও বদরুল ইসলাম (৩০) নামক অপর দুই নির্মাণ শ্রমিক। বিদ্যুৎস্পৃষ্টে নিহত অফিক বিয়ানীবাজার উপজেলার হিজলোরটোক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার দাসেরবাজারে একটি নির্মাণাধীন ভবনে। মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দাসেরবাজারে জনৈক মস্তফা উদ্দিন পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন ঘেঁষে বেশ কয়েকদিন ধরে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। বৃহম্পতিবার ওই ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন অফিক আহমদ, নির্মাণ শ্রমিক সুনাম উদ্দিন, বদরুল ইসলামসহ আরও কয়েকজন শ্রমিক। ভবনের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের উচ্চভল্টের সঞ্চালন লাইন যাওয়ায় শ্রমিকরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করলেও প্রায়ই ঝড়-ঝঞ্জার কারণে বিদ্যুৎ বন্ধ থাকায় তা তারা টের পায়নি।
বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ থাকা অবস্থায় সঞ্চালন লাইন ঘেঁষে কাজ করছিলেন রাজমিস্ত্রী অফিক আহমদ, নির্মাণ শ্রমিক সুনাম উদ্দিন ও বদরুল ইসলাম। অসাবধানতাবশত সঞ্চালন লাইন স্পর্শ করলে তার তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অফিক উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে বড়লেখা পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কমপক্ষে ১০ ফিটের মধ্যে কোনো ধরণের স্থাপনা নির্মাণের নিয়ম নেই। বিদ্যুৎ লাইন বন্ধের জন্যও কেউ আবেদন করেনি। ভবন নির্মাণকারীর সতর্ক থাকা উচিত ছিলো। তিনি রাজমিস্ত্রীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।