বড়লেখায় স্থায়ী জনশুমারি কমিটির অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক :: ‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্থায়ী জনশুমারি কমিটির অবহিতকরণ সভা বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী জনশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনশুমারিতে যাতে সকল খানার তথ্য সঠিকভাবে আসে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা জনশুমারি সমন্বয়কারী নজরুল ইসলামের উপস্থাপনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেছবাহ উদ্দিন, সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খালেদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. রেদওয়ানুল হক, নুরুল বারী, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।