মদ খেয়ে মাতলামি, জুড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মদ খেয়ে মাতলামি ও পুলিশের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ মে) রাতে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। থানা পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি শুরু করেন সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তখন তাদের সঙ্গেও অশোভন আচরণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, মদ খেয়ে মাতলামি করায় সুমনকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।