বড়লেখায় ২৩ মোটরসাইকেল আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৫ মে, ২০২২ ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ২৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালত হেলমেটবিহীন ২৩ মোটরসাইকেল আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (২৫ মে) বিকেলে সড়ক পরিবহন আইনের একটি ধারায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্স ফটকের সামনের রাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। ভ্রাম্যমান আদালত পরিচালনায় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানার সত্যতা নিশ্চিত করেন।