বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা
নিজস্ব প্রতিবেদক :: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর সূচনা প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। সূচনা’র পুষ্টি কর্মকর্তা আল-আমিনের উপস্থাপনায় আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক আব্দুর রব প্রমুখ। সভায় জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হয়।