উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন গাংকুল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রাচীন দ্বীনি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ ও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হওয়ার ঘোষণা দেয়। তিনি এ মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদানের পর মাদ্রাসাটি শিক্ষা মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন কর্তৃক দুইবার উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়।
এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী বলেন, ২০১৪ সালে তিনি পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মাদ্রাসার ফলাফল ও শিক্ষার মান বৃদ্ধি, সুনাম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি মাদ্রাসার গভর্ণিং বডি, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তার এ প্রাপ্তি মাদ্রাসার শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলেই তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।