শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন বড়লেখার মোশারফ হোসেন সবুজ
প্রকাশিত হয়েছে : ২৩ মে, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত

এক প্রতিক্রিয়ায় মোশারফ হোসেন সবুজ বলেন, তাঁকে শ্রেষ্ঠ নির্বাচন করায় নির্বাচকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানান। কলেজ থেকে তাঁকে মনোনয়ন দেওয়ায় কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কাগজপত্র তৈরিতে প্রয়োজনীয় পরামর্শের জন্য উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারকেও ধন্যবাদ জানান। এছাড়া শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও বন্ধু-বান্ধবদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি পেয়ে আমি খুবই আনন্দিত। এ ধরণের পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়। শিক্ষক জীবনের বাকি সময়টাও শিক্ষার্থীদের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।
প্রসঙ্গত, মোশারফ হোসেন সবুজ ১৯৯৯ সাল থেকে খণ্ডকালীন ও পরবর্তীতে নিয়মিত শিক্ষক হিসেবে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে কমর্রত। পেশাগত জীবনের শুরুতে তিনি আর.কে লাইসিয়াম স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সামাজিক কর্মকাণ্ড হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বড়লেখার সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বড়লেখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লায়ন্স ক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক হিসেবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৮ সালেও তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।