বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণভাগ ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৮ মে) বিকেলে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও হারুনুর রশীদ বাদশার উপস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু প্রমুখ।