৩ বছরে রাজস্ব আয় হবে প্রায় ৮ কোটি টাকা: এবার রেকর্ড দরপ্রস্তাব হাকালুকির ‘গোটাউরা হাওরখাল’ জলমহালের
নিজস্ব প্রতিবেদক :: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের মৎস্যভাণ্ডাররখ্যাত দেড় হাজার একর আয়তনের সর্ববৃহৎ ‘গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্ধ)’ জলমহালের ইজারায় এবার রেকর্ড দরপ্রস্তাব মিলেছে। উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ বছরের জন্য লীজ প্রদানের দরপত্র আহবান করে জেলা প্রশাসন। ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক ১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮১৩ টাকা রেন্ট প্রদানের সর্বোচ্চ দর প্রস্তাব করেছে বড়লেখা উপজেলার খুটাউরা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। যা গত বছরের খাস কালেকশন ইজারা মূল্যের প্রায় চার গুণ বেশি।
জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি উন্নয়ন স্কিমের আওতায় আগামী ২০২৪ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ৩ বছর মেয়াদের জন্য গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্ধ) জলমহালের ইজারা দরপত্র আহবান করে জেলা প্রশাসন। দরপত্র দাখিলের শেষ দিন গত ২৮ এপ্রিল পর্যন্ত এ জলমহালটি ইজারা নিতে ০৩টি মৎস্যজীবি সমবায় সমিতি দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক সর্বোচ্চ ১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮১৩ টাকা রেন্ট প্রদানের দর প্রস্তাব করেছে বড়লেখার খুটাউরা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। এছাড়া ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক একই অঙ্কের ৮৯ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা দরপ্রস্তাব করেছে বড়লেখার ইসলামপুরের মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি ও ইসলামপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড।
এদিকে বুধবার (১৮ মে) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ জলমহালের ইজারা গ্রহণে আগ্রহী দরপ্রস্তাবকারী সমিতিগুলোর অফিসসমূহ ও জলমহালটি সরেজমিনে পরিদর্শন করেছেন।