বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের প্রকল্প পরিদর্শন করলেন সাবেক অতিরিক্ত সচিব
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ ফউন্ডেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মনিটরিং এডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক। গত ১২ ও ১৩ মে তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ও দাসেরবাজার ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও জালালাবাদ ফাউন্ডেশনের তত্ত¡াবধানে বাস্তবায়িত নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, প্রজেক্ট ব্যবস্থাপক আব্দুর রব, ইউপি মেম্বার রুহুল আমিন বাহার প্রমুখ।
এদিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মনিটরিং এডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জালালাবাদ ফাউন্ডেশন বাস্তবায়িত অগভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত লেট্টিন পরিদর্শন শেষে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।