বড়লেখার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ঈদ পরবর্তী মতবিনিময় ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৪ মে) রাতে ঈদ পরবর্তী মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও গত সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউস শহীদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউপি মেম্বার আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম। পরে অসুস্থ দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত লুলু ও সাধারণ সম্পাদক ডা. আইনুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবার বাদ আছর উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় অফিসবাজারে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।