বড়লেখায় নিজ মাকে হত্যা চেষ্টাকারী ছেলে অবশেষে কারাগারে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জোরপূর্বক জমি-জমা রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়ে নিজ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনকারী এবং হত্যা চেষ্টাকারী অত্যাচারী সেই ছেলে আব্দুস শুকুরের অবশেষে ঠাঁই হয়েছে কারাগারে। ১ বছরের সাজা (সশ্রম) মাথায় নিয়ে প্রায় আড়াই বছর ধরে সে পালিয়েছিলো। সোমবার (১৬ মে) দুপুরে আদালতে আত্মসমর্থন করে আপিলের নিমিত্তে সে জামিন প্রার্থনা করে। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুস শুকুর উপজেলার সুজানগর ইউনিয়নের বারহালি গ্রামের সফিক উদ্দিনের ছেলে।
আদালত সূত্জার জানায়, আব্দুস শুকুর তার মা ছমরুন নেছার বিষয় সম্পত্তি জোরপূর্বক নিজের নামে রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর ছেলে আব্দুস শুকুর বিষয় সম্পত্তি রেজিস্ট্রি করে না দেওয়ায় মা ছমরুন নেছাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং ঘরে থাকা মায়ের জমি বিক্রির টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ছেলের নির্যাতনে বৃদ্ধা ছমরুন নেছার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৩ অক্টোবর আহত ছমরুন নেছা নিজ ছেলে আব্দুস শুকুরকে প্রধান আসামী করে আদালতে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণে দণ্ডবিধির ৩২৩ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৩ অক্টোবর আসামী আব্দুস শুকুরের বিরুদ্ধে আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এরপরই সে আত্মগোপন করে।