বড়লেখায় প্রথমবারের মতো সিআইজি কংগ্রেস : ৯ সফল কৃষককে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শনিবার (১৪ মে) প্রথমবারের মতো সিআইজি কংগ্রেস (সমমনা কৃষক দল-সম্মেলন) অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এর আয়োজন করে। সিআইজি কংগ্রেসে কৃষিক্ষেত্রে সফলতা অর্জনকারী ৯জন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, বড়লেখা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, কৃষক নেতা ও ইউপি মেম্বার আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত কৃষক জমির আলী, আব্দুর রহিম, জাকির হোসেন, আব্দুল খালিক, মনোয়ারা বেগম, তারেক সিদ্দিকী প্রমুখ।