এতিমদের ব্যাপারে সরকার খুবই আন্তরিক, তাদের কল্যাণে কাজ করছে-যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ
নিজস্ব প্রতিবেদক :: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ বলেছেন, এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করছে। ডিসি, এসপির মতো গুরুত্বপূর্ণ পদে সরকারি দায়িত্ব পালন করছে। এতিমদের ব্যাপারে সরকার খুবই আন্তরিক, তাদের কল্যাণে কাজ করছে। সারা দেশের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত এতিমখানার শিক্ষার্থী প্রতি মাসিক ২ হাজার টাকা হারে ক্যাপিডেশন গ্রান্ট দিচ্ছে। তাই এতিম শিক্ষার্থীদের পড়াশুনায় আরও বেশি মনোযোগী হতে হবে।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় বড়লেখা উপজেলার কাঁঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন এবং এতিম শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, কাঁঠালতলী ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ গোলজার, মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম লুৎফুর রহমান প্রমুখ।