বড়লেখায় বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে তেল বিক্রির অভিনব প্রতারণা!
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এই জরিমানা করা হয়। বুধবার (১১ মে) বিকেলে পৌর শহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে থানা পুলিশ।
সূত্র জানায়, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পেয়ে পৌর শহরের হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ী তজমুল আলীকে ২ হাজার, রাজু আহমদকে ২ হাজার, ফুলু মিয়াকে ৩ হাজার, বদরুল ইসলামকে ৫ হাজার, আমিনুল ইসলামকে ৩ হাজার, সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় যাদের জরিমানা করা হয়েছে তাদের পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।