বড়লেখায় বাসচাপায় মোটরসাইকেল মেকানিক নিহতের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ফখরুল ইসলাম (২৮) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার (০৯ মে) রাতে নিহতের বড়ভাই বদরুল হোসেন বাদী হয়ে বাস চালক সোলেমান মোল্লাকে প্রধান আসামী করে থানায় মামলাটি করেন। সোলেমান গোপালগঞ্জ জেলার বাসিন্দা লুৎফুর রহমান মোল্লার ছেলে। ওই মামলায় বাস চালককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঁঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, ফখরুল ইসলাম বড়লেখা সদর থেকে মোটরসাইকেলযোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঁঠালতলী ব্রিকফিল্ড এলাকায় পোঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফখরুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পাশাপাশি বাসসহ চালক সোলেমান মোল্লাকে আটক করে। নিহত ফখরুল ইসলাম উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার পর বাসসহ চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই থানায় মামলা করেছেন। ওই মামলায় বাস চালককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।