বড়লেখায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬১৭ মেট্টিক টন
প্রকাশিত হয়েছে : ১০ মে, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় এবার সরকারিভাবে ৬১৭ মেট্টিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে ধানক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। কৃষক আলিম উদ্দিনের কাছ থেকে সরকারি খাদ্য গোদামে ৩ মেট্টিক টন বোরো ধান ক্রয়ের মাধ্যমে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাক আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, খাদ্য পরিদর্শক আব্দুস শহীদ মাহবুব প্রমুখ।