আগামী ১২ মে থেকে বড়লেখায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় আগামী বৃহস্পতিবার (১২ মে) থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) শুরু হচ্ছে। টুর্নামেন্ট সফল করার জন্য গত শুক্রবার (৬ মে) রাত ৭টায় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল আহাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু, সদস্য আমির উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বড়লেখার ১০টি ইউনিয়ন ও ০১টি পৌরসভাসহ মোট ১১টি দল অংশ নিচ্ছে।