বড়লেখায় উদীচী শিল্পীগোষ্ঠী’র কাউন্সিলে সভাপতি সিরাজ উদ্দিন, সম্পাদক শুভ্র
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মে) বিকেলে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ। উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিকুল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনকে সভাপতি ও শিক্ষক শুভাশিষ দে শুভ্রকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। এর মধ্যে দুইজন কোপ্ট সদস্য পরবর্তীতে মনোনীত করা হবে।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি দীপক রঞ্জন দাস, বিমল বর্ধন, আয়াজ বাঙালি, বদরুল ইসলাম মনু ও সুমিতা চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক সঞ্জু দাস, হানিফ পারভেজ, কোষাধ্যক্ষ মিহির দত্ত, সাংগঠনিক সম্পাদক দীপু দাস, নাট্য সম্পাদক সালমান কবির, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, আবৃত্তি ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া আক্তার লিলি। সদস্যরা হলেন-সুবোধ দাস, আসাদুজ্জামান আসাদ, মমতা মন্নান, অসিম চন্দ্র কর, নাজমুল হোসাইন ও তপন দাস।
এর আগে দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী বড়লেখা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিকুল চক্রবর্ত্তী, বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ, কমরেড ধনঞ্জয় দে, উদীচী’র উপদেষ্টা গীতেষ দাস বিষু, কার্যকরী সদস্য হানিফ পারভেজ, সঞ্জু দাস প্রমুখ।