পূর্ব বিরোধের জেরে বড়লেখায় দু’পক্ষের হামলা-সংঘর্ষে আহত ৮
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে সংখ্যালঘু ৪ সহোদরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের পক্ষের ৮জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলা-সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুনামপুর গ্রামের দুদু মিয়ার বাড়ির সামনে। হামলার ঘটনায় আহত সহোদরদের বাবা রসেন্দ্র দাস প্রতিপক্ষের ৯জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত সহোদররা হলেন-উপজেলার সুনামপুর গ্রামের রসেন্দ্র দাসের চার ছেলে বিমল চন্দ্র দাস (২২), নকুল চন্দ্র দাস (২৬), শিবুল দাস (২৪) ও ময়না দাস (২৮)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রসেন্দ্র দাসের সাথে গ্রামের নূর উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা চলছে। বসত-বাড়ির সামনে রাস্তার পাশে নূর উদ্দিনের একটি মুদির দোকান রয়েছে। শুক্রবার সকালে রসেন্দ্র দাসের ছেলে বিমল চন্দ্র দাস দোকানের সামনে আসামাত্র নূর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন প্রতিপক্ষ বিমলকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় কোপ দেয়। তার চিৎকারে বিমলের ভাই নকুল চন্দ্র দাস, শিবুল চন্দ্র দাস ও ময়না চন্দ্র দাস ছোটভাইকে বাঁচাতে এগিয়ে গেলে নূর উদ্দিন, তার ছেলে দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন গংরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে চার সহোদরসহ উভয়পক্ষের ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ৩জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, হামলার ঘটনায় আহতদের বাবা রসেন্দ্র চন্দ্র দাস ৯জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।