বড়লেখা উপজেলা কৃষকলীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আব্দুল লতিফ সভাপতি ও ইকবাল হোসেন স্বপন সাধারণ সম্পাদক এবং খালেদ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবি শামীমা আক্তার খানম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবি জহির উদ্দিন লিমন, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।
দলীয় সূত্র জানায়, ২০১৭ সালে আব্দুল লতিফকে আহবায়ক ও ইকবাল হোসেন স্বপনকে সদস্য সচিব করে বড়লেখা উপজেলা কৃষকলীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন আহবায়ক কমিটি দিয়েই দলের কার্যক্রম চললেও তা আর পূর্ণাঙ্গ হয়নি। এদিকে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সম্প্রতি জেলা কমিটির নির্দেশে গত ০৫ মে উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন জানান, আগামী এক মাসের মধ্যে উপজেলা কৃষকলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।