বড়লেখার দাসেরবাজারে বন্ধুমহল প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার হাইস্কুল ও হাকালুকি হাইস্কুলের এসএসসি-২০১০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বন্ধুমহল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মে) বিকেলে হাকালুকির বাংলাবাজার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলই শত চেষ্টা করেও ম্যাচের নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। ফলে ড্রতে খেলা শেষ করতে হয়। অবশ্য ম্যাচটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দাসেরবাজার হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
কবি ও শিক্ষক মৃণাল কান্তি দাস ও অজিত দাসের যৌথ উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, মাছরাঙা প্রকাশনের স্বত্বাধিকারী আবুল কাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপক রঞ্জন দাস, শিক্ষক বিধান দাস, শিক্ষক শশাংক দাস, শিক্ষক সুমন দাস, শিক্ষক নিকুঞ্জ দাস, শিক্ষক দীপংকর দাস, রন্টু দাস, জামিদুল ইসলাম নাহিদ, শাবিপ্রবি’র ল্যাব টেকনেশিয়ান পিংকু দাস, শিক্ষক প্রবণ কুমার জুয়েল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুবিনয় দাস প্রমুখ।