বড়লেখার দক্ষিণভাগের সিরাজ হোটেলে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের সিরাজ হোটেলে সোমবার (০২ মে) দুপুরে ১০/১২ যুবক সঙ্গবদ্ধভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় তারা হোটেলের আসবাবপত্র, ক্যাশবাক্স, ফ্রিজ, সিসি ক্যামেরা ও মনিটর এবং মসজিদের দানবাক্স ভাংচুর, লুটপাট এবং ব্যাপক মিষ্টান্ন নষ্ট করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করেছে বলে হোটেল মালিক সিরাজ উদ্দিন অভিযোগ করেন। তার দাবি, সন্ত্রাসীরা ২-৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।
দিনে-দুপরে ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরণের অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণভাগ বাজার বণিক সমিতি। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করার জন্য আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হোটেল মালিক সূত্র জানায়, সোমবার সিরাজ হোটেলে ইফতারি সামগ্রি তৈরি ও বিক্রির সাথে ঈদ উপলক্ষে ডেকোরেশনের কাজ চলছিলো। দুপুর ১টার দিকে স্থানীয় তায়েফ, রাসেল, জাহিদুল, জবলু, সমছুলের নেতৃত্বে ১০/১২ জন যুবক হঠাৎ দা, শাবল, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে হোটেলের ফ্রিজ, ক্যাশবাক্স, থাই জানালা, আসবাবপত্র, সিসি টিভি ও ক্যামেরা, বিভিন্ন মসজিদের দানবাক্স ভাংচুর করে। সন্ত্রাসীরা এ েসময় টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র, কর্মচারীদের মোবাইল ফোন লুটপাট করে বলেও হোটেল মালিক অভিযোগ করেন।
হোটেল মালিক সিরাজ উদ্দিন জানান, হামলাকারীরা বেশ কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিলো। তিনি চাঁদা দেননি। সোমবার হোটেলের সংস্কার কাজ চলাকালীন হঠাৎ তারা হোটেলে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা হোটেলের ক্যাশবাক্সের ও বিভিন্ন মসজিদের দানবাক্সের টাকা লুট করে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে হোটেলের ২/৩ লাখ টাকার ক্ষতি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা থানা পুলিশের এসআই সুব্রত কুমার দাস জানান, খবর পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হোটেল মালিক থানায় মামলা দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।