বড়লেখায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩ মে, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (০১ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের উপজেলা সভাপতি তরুণ সমাজসেবক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা আহমদ ফারুক। এ সময় শ্রমিক নেতা বশির উদ্দিন, আব্দুর রউফ, শামছুল ইসলাম, হেলাল উদ্দিন, ইছহাক আহমদ, বটল উদ্দিন, কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।