বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে বড়লেখায় ইফতারি বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: ঐক্য, অধিকার, মুক্তি-এই তিন মূলনীতির ভিত্তিতে শ্রমিকের অধিকার-আমাদের অঙ্গীকার এ শ্লোগানকে ধারণ করে রোববার (০১ মে) জাতীয় ও আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুন নূর তালুকদারের উদ্যোগে নিজ উপজেলা বড়লেখায় দুই শতাধিক পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয় ডাকবাংলা মসজিদের সম্মুখ থেকে এবং শেষ হয় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে। বড়লেখা উপজেলার মূল শহর প্রদক্ষিণ করে পুরো শহরজুড়ে চালানো হয় ইফতার বিতরণ কার্যক্রম। এরপর পরিষদের বড়লেখা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় মোশাহিদ ম্যানশনে মহান শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
বড়লেখা উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সদস্য সাইফুর রহমান রেজার সভাপতিত্বে ও সদস্য রাহাত আহমদের উপস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুন নূর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার সৈকত উসমানী, ডেন্টিস্ট ডাঃ কায়েছ ও ইঞ্জিনিয়ার আব্দুল মন্নান প্রমুখ।