শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে-পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি রোববার (০১ মে) মৌলভীবাজারের বড়লেখার অস্বচ্ছল জনগণের মাঝে ঈদুল ফিতরের উপহারসামগ্রি বিতরণ করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপহারসামগ্রি বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। সরকারের পাশাপাশি আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ যে কোনো প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ অস্বচ্ছল ৩ শতাধিক মানুষের মধ্যে উপহারসামগ্রি বিতরণ করার উদ্যোগ নেওয়ায় সংগঠনটির নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান। মন্ত্রী আরও বলেন, দলমত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী-দরিদ্র সকলে মিলে আমরা আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহ আনন্দের সাথে পালন করবো।
বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।