বিসিএস সুপারিশপ্রাপ্ত বড়লেখার দুই কৃতিকে সংবর্ধনা ও উপহার দিলো উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক :: ৪০ তম বিসিএস হতে বিসিএস কর ও প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বড়লেখা উপজেলার ২ কৃতিকে রোববার (০১ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংবর্ধনা ও স্মারক উপহার প্রদান করা হয়। উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, এরাই হবে আগামীতে বড়লেখার চাকুরিপ্রত্যাশী তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা। অদূর ভবিষ্যতে বড়লেখা উপজেলা থেকে আরও অনেকে সিভিল সার্ভিসসহ সরকারের বিভিন্ন কর্মে নিয়োজিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুপারিশপ্রাপ্ত দু’জন হলেন-সুমাইয়া ফেরদৌস ও শারমিন বেগম। সুমাইয়া ফেরদৌস নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পানিধার গ্রামের বাসিন্দা হারুন-অর-রশীদ ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা লাইলী বেগমের মেয়ে। আর শারমিন বেগম কাঞ্চনপুর গ্রামের (বর্তমানে মুড়িরগুল বাসা) বাসিন্দা ব্যবসায়ী সফিক উদ্দিন ও গৃহিণী আনোয়ারা বেগমের মেয়ে। তাঁদের দু’জনের মেধার স্বাক্ষরে বড়লেখাবাসী গর্বিত। বিভিন্ন মহল থেকে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।