বড়লেখায় খাসি পুঞ্জিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক সেমিনার শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭নং খাসি পুঞ্জিতে অনুষ্ঠিত হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র সার্বিক সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুচিয়াং। সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে আলোচনা করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সুবিমল লিন্ডকিরি। এ সময় প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুচিয়াং, রজেন পঃলং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্নাসহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।