বিএনপির হুমকি-ধামকিতে আওয়ামীলীগ ভয় পায় না-বড়লেখায় আ’লীগের ইফতার মাহফিলে পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপির হুমকি-ধামকিতে আওয়ামীলীগ ভয় পায় না। বিএনপি আজকে আন্দোলন করবে, কালকে আন্দোলন করবে-এটা বলে আসছে কয়েক বছর ধরে। কিন্তু আন্দোলন করার মতো তাদের (বিএনপির) কোনো ক্ষমতা নেই। মন্ত্রী বলেন, ঈদের পর আন্দোলন করবে, বিএনপি আর যেনো এ রকম কথা বলতে না পারে সেজন্য আওয়ামীলীগকে সুসংগঠিত হতে হবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে তারা যেনো ষড়যন্ত্র করতে না পারে, তার দাঁতভাঙা জবাব ঈদের পর দেওয়া হবে।
শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, বিএনপি বিভিন্ন সভা-সেমিনারে বলছে ঈদের পর আন্দোলন করবে। তারা আন্দোলনের নাম করে দেশকে একটা বিশৃঙ্ক্ষল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। তাদের প্রতিহত করতে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়ার আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।