বড়লেখায় আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র বাসিন্দাদের মধ্যে পুষ্টিসামগ্রি বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল, ২০২২ ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৩৮৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ও সুজানগর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র উপকারভোগীদের মধ্যে উপজেলা প্রশাসন পুষ্টিসামগ্রি বিতরণ করেছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রিগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।