বড়লেখায় গ্রেট ভিশন এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সমাজসেবী সংগঠন গ্রেট ভিশন এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় মসজিদে গ্রামের মুসল্লিদের নিয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাহিদুর রহমান জুনেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহিদুল হকের উপস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি ও ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, হাফেজ ফয়ছল আহমদ, আজির উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাহিদ হোসেন, আহমাদুল হাসান, ফাউদুল ইসলাম প্রমুখ।