বড়লেখায় জাতীয় পার্টির গণইফতারি বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দশ ইউনিয়ন ও পৌর শহরে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে নি¤œআয়ের মানুষের মাঝে প্রায় আড়াই হাজার গণইফতারি প্যাকেট বিতরণ করেছে উপজেলা জাতীয় পার্টি। গণ ইফতারি বিতরণকালে উপজেলা জাতীয় পার্টির উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ জানান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে আগামীতে জাতীয় পার্টি আর কাউকে অতীতের মতো ছাড় দিবে না। গণইফতারি প্যাকেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ। এতে অংশগ্রহণ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সহ-সভাপতি শাহাব উদ্দিন, জামাল আহমেদ সুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম, সাবেক প্রচার সম্পাদক আলী আজাদ, পৌর জাতীয় পার্টির আহŸায়ক মীর মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব কামাল আহমদ, প্রচার সম্পাদক আব্দুন নূর প্রমুখ।