বড়লেখায় কিশোরী ক্লাবের টিম লিডারদের নিয়ে সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের চতুর্থ দিনে মঙ্গলবার (২৬ এপ্রিল) পুষ্টি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন কিশোরী ক্লাবের টিম লিডারদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিএনআরএস’র সূচনা প্রকল্প এফসিডিও এবং ইউকে এইড এর আর্থিক সহযোগিতায় সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল-আমীনের উপস্থাপনায় সভায় পুষ্টি বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রব, সূচনার ফিল্ড ফেসিলেটর সবুজ চন্দ্র শীল প্রমুখ।