বড়লেখায় প্রশিক্ষিত কৃষকের মাঝে পুষ্টিকর ফলের চারা ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রশিক্ষিত কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির পুষ্টিকর ফলের চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করেছে। অনাবাদি, পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এসব চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ার্যান তাজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার দেবল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা ও উপকরণ বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য সচিব ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, জাফর আহমদ প্রমুখ।