বড়লেখা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে থানা কমপ্লেক্স ভবনে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এর সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাউছার দস্তগীর, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজাকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।