বড়লেখায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০২২ ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের এসআই জাহেদ আহমদ সঙ্গিয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো: আবদুল্লাহকে (৩৫) গ্রেফতার করা হয়। শনিবার (২৩ এপ্রিল) ধৃত মাদক কারবারি মো: আবদুল্লাহ সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।