বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও এনজিও সংস্থা সিএনআরএস’র সূচনা প্রকল্পের সহযোগিতায় গত শনিবার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিএনআরএস’র সূচনা প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও অফিস স্টাফ সুমন দাসের উপস্থাপনায় হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, সাংবাদিক আব্দুর রব প্রমুখ ।