জুড়ীতে মহিষ দিয়ে সবজি ক্ষেত খাওয়ানোকে কৃষকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরে মহিষ দিয়ে সবজি ক্ষেত খাওয়ানোকে কেন্দ্র করে এক কৃষকের উপর হামলা করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় বেলাগাঁও গ্রামের কৃষক মৃত আব্দুল গফুরের ছেলে মেরাজ আলী হাকালুকি হাওরে সবজি ক্ষেত দেখতে যান। এ সময় দেখতে পান শাহগঞ্জ গ্রামের বান্ডারীর ছেলে জয়নু মিয়া (৩৫) সবজি ক্ষেতে ২০/২৫টি মহিষ চড়াচ্ছেন। ওই সময় মেরাজ আলী মহিষ রাখালকে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে জয়নু মিয়া লাঠি দিয়ে মেরাজ আলীর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার তার মাথায় কয়েকটি সেলাই দেন। এ ব্যাপারে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।