বড়লেখায় ফজরের নামাজের জন্য বের হয়ে লাশ হলো যুবক
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র পশ্চিম ঘোলসা গ্রামে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে কেউ হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউপি’র পশ্চিম ঘোলসা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সেহরি খেয়ে ফজরের নামাজের পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেটকাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে সে আর বাড়ি ফেরেনি। তার সঙ্গে কারও শত্রুতাও নেই। তারা বলেন, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তবে তারেকের পা মাটিতে নামানো দেখে আমরা ধারণা করছি, কেউ হয়তো তাকে হত্যার পর লাশ নেটকাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস জানান, তারেক আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।