বড়লেখায় মুজিববর্ষে গৃহ পাচ্ছে আরও ৮৮ ভূমিহীন পরিবার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারি ঘর পাচ্ছে উপজেলার ৪ ইউনিয়নের আরও ৮৮টি ভূমিহীন দরিদ্র পরিবার। বুধবার বিকেলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন স্টেক হোল্ডারদের সাথে যৌথ সভা করেছে। এ সংক্রান্ত কমিটির সভাপতি এবং ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপকারভোগীদের খসড়া তালিকা উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের ব্যাপারে নানা দিক-নির্দেশনা প্রদান করেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা সাব-রেজিষ্ট্রার সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।