বড়লেখায় রাস্তা বন্ধ করায় দুর্ভোগে ১১ পরিবার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় দুইপক্ষের চলাচলের যৌথ রাস্তা প্রতিহিংসাবশত হঠাৎ একপক্ষ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছে ১১ পরিবারের শতাধিক সদস্য। প্রায় এক বছর ধরে ভুক্তভোগীরা কৃষিক্ষেত মাড়িয়ে যাতায়াত করছেন। গত সোমবার ভুক্তভোগীরা এ ব্যাপারে রাস্তা বন্ধকারী লাল মিয়া ও তেরা মিয়ার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেনাগুল গ্রামের মাছুম আহমদ, তারেক আহমদের বাবা-চাচারা রিয়াজ উদ্দিন ও নূর উদ্দিন বসত-বাড়িতে যাতায়াতের সুবিধার্থে মকরম আলীর কাছ থেকে ৮ শতাংশ ভূমি ক্রয় করেন। এই ভূমির ওপর দিয়ে প্রায় ৪০ বছর ধরে রিয়াজ উদ্দিন ও নূর উদ্দিনের পরিবারের লোকজন এবং বিক্রেতা মকরম আলীর পরিবারের লোকজন যৌথভাবে যাতায়াত করছেন। প্রায় ১ বছর আগে হঠাৎ মকরম আলীর ছেলে লাল মিয়া ও তেরা মিয়া যৌথ রাস্তার একাংশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ১১ পরিবারের শতাধিক সদস্য মারাত্মক দুর্ভোগে পড়েছেন। তারা বাধ্য হয়ে কৃষিজমির কাঁদা, মাটি ও পানি মাড়িয়ে যাতায়াত করছেন।
ভুক্তভোগী তারেক আহমদ ও মাছুম আহমদ জানান, প্রতিহিংসা ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতে লাল মিয়া ও তেরা মিয়া তাদের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় এক বছর ধরে আমরা ১১ পরিবার মারাত্মক অসুবিধা ভোগ করছি। নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা আরও অভিযোগ করেন, আমাদের বাবা-চাচাদের নিকট মকরম আলীর বিক্রয় করা ৮১ শতাংশ ও ১৪ শতাংশ ভূমির অধিকাংশ ভূমি লাল মিয়া ও তেরা মিয়া বুঝিয়ে দেননি। বিক্রয় করা ভূমিতে তারা অট্টালিকা বানিয়ে দখলে নিয়েছে। ভোগ-দখল বুঝিয়ে দিতে বললেই হুমকি-ধমকি দেন। প্রায় ১ বছর ধরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় জরিপ মাপ কোনো কিছুই মানছে না।
এ ব্যাপারে লাল মিয়া ও তেরা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, কয়েকটি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।