বড়লেখায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিষপান করে লতিফা বেগম (৩৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র সুয়ারারতল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওই গৃহবধূ দক্ষিণ শাহবাজপুর ইউপি’র সুয়ারারতল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, সোমবার (১৮ এপ্রিল) সকালে লতিফা বেগম বাড়িতে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পারিবারিক কলহের জেরে লতিফা বিষপান করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।