বড়লেখায় মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে আহত তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে আহত এক তরুণী মারা গেছেন। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ওই তরুণীর নাম জহুরা আক্তার সাথী। তিনি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের নজির আহমদের মেয়ে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, জহুরা আক্তার সাথী রোববার দুপুরে শাহবাজপুর থেকে ভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে বড়লেখা উপজেলা সদরে আসছিলেন। বড়লেখা-শাহবাজপুর সড়কের বাণিকোণা মসজিদের সামনে পৌঁছামাত্র হঠাৎ মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে জহুরা আক্তার সাথী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওইদিন সন্ধ্যায় মারা যান।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে এক তরুণী আহত হন। রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।