বড়লেখায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালন উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের অসামান্য অবদান রয়েছে। মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকার কারণেই আমরা মাত্র নয় মাসে বিজয় পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, এমএইচএস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্ত্তী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান, শিক্ষক প্রতাপ দত্ত, সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।